• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাজারতম ওয়ানডেতে ভারতের দারুণ জয়

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৫
স্পোর্টস ডেস্ক

অজিত ওয়াদেকারের ক্যাপ্টেনসিতে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ভারতের অভিষেক ১৯৭৪ সালের ১৩ জুলাই। ৪৭ বছর ৭ মাস ৬ দিন পার করে রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বের প্রথম দেশ হিসেবে একদিবসীয় ক্রিকেটে অনন্য ইতিহাস রচনা করেছে ভারত।

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহমেদাবাদে ১৩২ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় দিয়ে হাজারতম ওয়নডে ম্যাচ উদযাপন করেছে ভারত।

আইসিসি ওডিআই সুপার লিগের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর (৩/৩০) এবং লেগ স্পিনার যুগভেন্দ্র চাহালের (৪/৪৯) বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে অল আউট করে ভারত। স্কোরশিটে ৪৫ উঠতে ৩ টপ অর্ডার হারিয়ে ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৮ম উইকেট জুটিতে ৭৮ রান যোগ করায় তিন অঙ্কের নাগাল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

৪ বছর তিন মাস পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন ওয়াশিংটন সুন্দর। ভারতের হাজারতম ওয়ানডে ম্যাচে ওডিআই ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরিতে (৬০ ম্যাচে ১০৩ উইকেট) ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে স্মরনীয় করে রেখেছেন রাতটি লেগ স্পিনার চাহাল।

এই স্পিন জুটির বোলিংয়ের জবাব দিতে পেরেছেন শুধু জেসন হোল্ডার। ৭১ বলে ৪ ছক্কায় করেছেন তিনি সর্বোচ্চ ৫৭ রান। জবাব দিতে এসে ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৬৭ ভারতের বড় জয়ের পথ প্রশস্ত করে। ১১ মাস পর ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে ছন্দ ফিরে পেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪২ বলে ৪৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন রোহিত। ৫১ বলে ১০ চার, ১ ছক্কায় ৬০ রান করে আলজেরি জোসেফ এর বলে এলবিডাব্লুউতে থেমেছেন। ওপেনিং করতে এসে ৩৬ বলে ২৮ রান করেছেন ইশান কিষান। জোসেফের বলে লং অনে ক্যাচ দিয়েছেন কোহলি (৪ বলে ৮ রান)। বাংলাদেশ থেকে বিপিএল খেলে যাওয়া জোসেফই করেছেন দলটির হয়ে সেরা বোলিং (২/৪৫)।

পূর্ব পশ্চিম/জেআর

ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close