• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আফগান সিরিজ জিতলেই বাংলাদেশ নাম্বার ওয়ান

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩০ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২০
স্পোর্টস ডেস্ক

আইসিসি ওডিআই সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

সিরিজে ২-১ ব্যবধানের জয় পেলেই ইংল্যান্ডকে টপকে পয়েন্ট টেবিলের চূড়ায় পৌঁছে যাবে বাংলাদেশ। এছাড়াও আফগানদের বাংলাওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও উন্নতি হবে টাইগারদের।

ওডিআই সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। ১২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ঠিক তার পরেই রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত।

আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেলেই ২০ পয়েন্ট পাবে টাইগাররা। এতে ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠবে বাংলাদেশ। তবে তিন ম্যাচ জিতলে ১১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হবে আরো পোক্ত। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশকে অবশ্যই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে অন্তত ৮-এর মধ্যে থাকতে হবে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বাংলাদেশ ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close