• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৪৬.৫ ওভারে ১৯২ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৪ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৩
স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লক্ষ্যে তৃতীয় ম্যাচে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারল না বাংলাদেশ। ৪৬.৫ ওভারে ১৯২ ওভারে অলআউট হয়ে গেছে টাইগাররা।

স্কোর

বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মুস্তাফিজ ১; ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুটা হয়েছিল বেশ ভালো। দুই ওপেনার ইনিংস গড়ার মিশনে মাঠে নেমেছিলেন। ১১ রান করেতামিম ইকবাল আউট হওয়ার পরও লিটন-সাকিবের ব্যাটে ঘুরছিল রানের চাকা। কিন্তু ব্যক্তিগত ৩০ রান করে সাকিব আউট হওয়ার পরই বিপদের শুরু।

রশিদ খানের বলে উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম। মাত্র ৭ রারের আউট হয়ে যান তিনি। এরপর মোহাম্মদ নবির বলে চমৎকার ক্যাচ নিয়ে লিটন দাসকে থামান গুলবাদিন নাইব। নিজের পঞ্চাশতম ওয়ানডেতে ১১৩ বলে ৭ চারে ৮৬ রান করেন বাংলাদেশের এই ওপেনার।

শেষদিকে দ্রুতই ফিরে যান মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেনরা। মাহমুদউল্লা রিয়াদ ৫৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ ৩টি উইকেট পান। নবি ২টি উইকেট দখল করেন।

জয়ের জন্য আফগানিস্তানে সামনে ১৯৩ রানের মামুলি লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

পূর্বপশ্চিম- এনই

বাংলাদেশ-আফগানিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close