• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অনুশীলনে চোট পেলেন মুশফিক

প্রকাশ:  ০২ মার্চ ২০২২, ১৫:১২
স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সাকিব-তামিমরা। অনুশীলন করতে নেমে চোট পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে চোট কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি।

বুধবার (২ মার্চ) দুপুর নাগাদ চোট পান মুশফিক।

এদিন সকাল ১১.৩০ এ অনুশীলনে নামে বাংলাদেশ দল। দুপুর পৌনে ১টার দিকে ইনডোর নেটে ব্যাটিং করতে আসেন মুশফিক। পশ্চিম পাশের উইকেটে ব্যাট করছিলেন তিনি। এমন সময় পেসার শরিফুল ইসলামের হঠাৎ লাফিয়ে উঠা এক বল মুশফিকের আঙ্গুলে আঘাত হানে। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে ড্রেসিংরুমে নেয়া হয় তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিক অনুশীলনের সময় আঙ্গুলে চোট পেয়েছেন। ফিজিও তার চোট পর্যবেক্ষণ করছে। এক্সরে করা হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। চোটের ধরণ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, এবারের বিপিএলে খুব বেশি রান করতে পরেননি মুশি। তবে ভালো কয়েকটা ইনিংস খেলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রান না পাওয়ায় টি-টোয়েন্টিতে মুশফিকের জ্বলে ওঠা প্রয়োজনীয় হয়ে উঠেছে। এসবের মধ্যেই আঙ্গুলে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

টি-টোয়েন্টি,আফগানিস্তান-বাংলাদেশ,মুশফিকুর রহিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close