• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা দ. আফ্রিকার

প্রকাশ:  ০৮ মার্চ ২০২২, ১৭:২৭ | আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৭:৩১
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই নিয়মিত তারকাদের প্রায় সবাইকে রেখেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে ফিটনেসের কারণে নেই পেসার আনরিক নরকিয়া ও সিসান্দা মাগালা।

ওয়ানডে দল ঘোষণা করলেও আইপিএল জটিলতায় টেস্ট স্কোয়াড এখনো ঘোষণা করতে পারছে না প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টেন ডি কক, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মার্ক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ওয়েইন পারনেল, আন্দেলো ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

প্রথম ওয়ানডে - ১৮ মার্চ, সেঞ্চুরিয়ন

দ্বিতীয় ওয়ানডে - ২০ মার্চ, জোহেন্সবার্গ

তৃতীয় ওয়ানডে - ২৩ মার্চ, চট্টগ্রাম সেঞ্চুরিয়ন

১ম টেস্ট - ৩১ মার্চ – ৪ এপ্রিল, ডারবান

২য় টেস্ট - ৮ এপ্রিল – ১২ এপ্রিল, পোর্ট এলিজাবেথ

পূর্বপশ্চিমবিডি/জেএস

বাংলাদেশ,দক্ষিণ আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close