• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আশার ফানুস উড়িয়ে আফ্রিকা যাত্রা

প্রকাশ:  ১১ মার্চ ২০২২, ২৩:১৭
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে-কোনোটাতেই বলার মতো রেকর্ড নেই বাংলাদেশের। ২১ ওয়ানডে ম্যাচের ৪টিতে জয়ের বিপরীতে হেরেছে বাংলাদেশ ১৭টিতে। সেখানে ১২ টেস্টের ২টি বৃষ্টিভাগ্যে ড্র, অন্য ১০টিতে হারের অতীত আছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের নেই কোনো জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বি-পাক্ষিক সফরে ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে সিরিজের সব ক'টিতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও বাংলাদেশের পারফরমেন্স হতাশার। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, অন্য সব কটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। কেনিয়া, কানাডার মতো সে সময়ের আইসিসির সহযোগী দেশের কাছে পর্যন্ত হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ দল।

সেই দক্ষিণ আফ্রিকা সফরে এবার বাংলাদেশ দলকে খেলতে হবে আইসিসি ওডিআই সুপার লিগ এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে।

কঠিন এই মিশনে শুক্রবার সকাল ১১টায় এবং রাত ১১টায় দুই গ্রুপ ধরেছে জোহানেসবার্গের ফ্লাইট। শনিবার সকাল পৌনে ১১টায় শেষ দলটি উঠবে জোহানেসবার্গের ফ্লাইটে।

প্রতিকূল কন্ডিশনে কঠিন এই মিশনে বাংলাদেশ দলের সঙ্গে উড়ে গেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই সফরটা যে চ্যালেঞ্জিং, তা মানছেন তিনি। ঢাকা ছেড়ে যাওয়ার প্রাক্কালে গণমাধ্যমকে তিনি বলেছেন-'দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং।'

পূর্ব পশ্চিম/জেআর

বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close