• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মিরাজের প্রশংসায় তামিম, ম্যাচ সেরা সাকিব

প্রকাশ:  ১৯ মার্চ ২০২২, ০২:৩৪ | আপডেট : ১৯ মার্চ ২০২২, ০২:৪০
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ রানের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। ৭৭ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখায় ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। তবে টাইগারদের অধিনায়ক তামিম ইকবালে চোখে ম্যাচ সেরা মেহেদি মিরাজ।

প্রথম স্পেলে ৪ ওভারে ৪০ রান দিয়েছিলেন মেহেদি মিরাজ। স্লগে এসে দ্বিতীয় স্পেলে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে দলকে এনে দিয়েছেন ৩৮ রানের জয়। ম্যাচ শেষে মিরাজের প্রশংসা করলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, প্রত্যেক দলে মেহেদি মিরাজের মতো একজন চরিত্র (ক্রিকেটার) দরকার। ৪ ওভারে ৪০ রান দেওয়ার পরও শেষে ও (মিরাজ) আমার কাছে আসে এবং বোলিং করতে চায়। ও আমাকে বলে বোলিং দেন ম্যাচ ঘুরিয়ে দেব। এই জয়ে ওই আমার চোখে ম্যান অব দ্য ম্যাচ।

ব্যাট হাতে তিনশ' ছাড়ানো রান। বল হাতে দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট নেওয়া। তাদেরই মাটিতে কাজটা সহজ নয়। ব্যাটিং-বলে সমন্বয়ের ফল এই জয়। তামিমের তাই কাকে রেখে কার প্রশংসা করেন এমন দশা।

টাইগারদের অধিনায়ক বলেন, এটি বড় ও বিশেষ এক জয় আমাদের জন্য। লিটন থেকে শুরু করে সাকিব-ইয়াসির দারুণ ব্যাটিং করেছে। মিরাজ-মাহমুদুল্লাহর (ভাই) দ্রুত রানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ম্যাচ জিতিয়েছে পেস বোলাররা। গত দুই বছর দারুণ বোলিং করছে তারা।

পূর্বপশ্চিম- এনই

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা,তামিম,সাকিব,মিরাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close