• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগার ও প্রোটিয়াদের সম্ভাব্য একাদশ

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ০১:৩০
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।স্থানীয় সময় বিকেল ৫টায় সেঞ্চুরিয়নে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩১৪ রানের পাহাড় গড়ে ৩৮ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। সেই জয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায় দ্বিতীয় ম্যাচে। জোহানেসবার্গে ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় ব্যবধানে হারে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় সেঞ্চুরিয়নে ৩১৪ রানের পাহাড় গড়ে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার শেষ ম্যাচে যারাই জিতবে সিরিজ তাদেরই হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: জানেমান মালান, এইডেন মার্কওরাম, টিম্বা বাভুমা (অধিনায়ক), রিশি ভেন দার ডুসেন, কাইল ভেরেইন, ডেভিড মিলার, আন্দ্রেল ফাহালুকাওয়ে, মার্কু জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

পূর্বপশ্চিম- এনই

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close