• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিতর্কিত রেফারিদের বিরুদ্ধে শাস্তির দাবি শেখ রাসেলের

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ২০:৪১
স্পোর্টস ডেস্ক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২১-২২ এর বিতর্কিত রেফারিংয়ের কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এর পয়েন্ট হারানোর অভিযোগ তুলেছে ক্লাবটির পরিচালকরা। সেই দুই ম্যাচের দুই বিতর্কিত রেফারি আলমগীর সরকার ও বিটুরাজকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ক্লাবটি।

প্রথমটি বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচে শেখ রাসেল পেনাল্টি গোল খেয়ে হেরেছিল ১-০ ব্যবধানে। আর বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচে পেনাল্টি গোল খেয়ে জয় হাতছাড়া হয় ১-১ গোলের সমতায়।

সম্পর্কিত খবর

    বুধবার (২৩ মার্চ) শেখ রাসেল ক্রীড়া চক্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    দাবিগুলো বাফুফে না মানলে লিগ বয়কটের হুমকি দিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সেক্ষেত্রে তারা ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে পারে।

    চলতি মৌসুমের শুরু থেকে বিতর্কিত রেফারিং চরম আকার ধারণ করেছে বলে মনে করে শেখ রাসেল। তাই সুন্দর ও নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনার জন্য বিদেশি রেফারি আনারও দাবি উঠেছে।

    রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে ঐতিহ্যবাহী ক্লাব বলে, পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও রেফারিজ কমিটির চেয়ারম্যান একই ব্যক্তি থাকতে পারেন না। অতীতেও কখনও এরকম হয়নি। লিগ ও রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী এ পর্যন্ত লিগের একটি ম্যাচও মাঠে বসে দেখেননি, তাই মাঠে রেফারির পারফরম্যান্স সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

    সালাম মুর্শেদীর রেফারিজ কমিটির প্রধানের পদ আঁকড়ে থাকাটাকে অবৈধ বলে দাবি করছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ফিফা আইনের প্রসঙ্গ টেনে তারা জানান, ‘ফিফা-এএফসির আইন অনুযায়ী, রেফারিজ কমিটির চেয়ারম্যান হবেন সাবেক রেফারি। এখানে লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী নিজের হাতে রেফারিজ কমিটির দায়িত্ব রেখে সুস্পষ্টভাবে ফিফার আইন লঙ্ঘন করেছেন।

    পূর্বপশ্চিমবিডি/জেএস

    শেখ রাসেল ক্রীড়া চক্র
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close