• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশের ‘২০০’

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ২২:৩৭
স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়নে ফিরেই আবার চিরচেনা রূপে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে নাকানিচুবানি খাইয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ।

গত ১৮ মার্চ এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তাদের মাটিতে সেটিই ছিল প্রথম জয়। ওয়ান্ডরার্সে তামিমের দল পথ হারালেও সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো ভুল করেনি দল।

১৫৪ রানে মিলার, বাভুমাদের আটকে বাংলাদেশ ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেটে। এই জয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ জয়ের সাক্ষী হলো।

৬৪৮ ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ আজ ২০০ জয়ের মাইলফলক স্পর্শ করলো। এসময়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪২১টি। ড্র করেছেন ১৭ ম্যাচ। ফল আসেনি ৯টিতে।

নবম দল হিসেবে দুইশ জয়ের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ। বাংলাদেশের পরে রয়েছে জিম্বাবুয়ে (১৭৭), আফগানিস্তান (১৩০)।

প্রত্যাশামাফিক বাংলাদেশ পঞ্চাশ ওভারের ক্রিকেটেই সবচেয়ে বেশি জয় পেয়েছে। ওয়ানডে ক্রিকেটে ৩৯৫ ম্যাচে এটি বাংলাদেশের ১৪০তম জয়। জয়ের তালিকায় বাংলাদেশ স্পর্শ করলো জিম্বাবুয়েকে। ৫৪১ ওয়ানডে খেলা জিম্বাবুয়েরও জয় ১৪০টি।

বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ জয় এসেছে টি-টোয়েন্টি ক্রিকেটে। ১২৫ টি-টোয়েন্টিতে লাল সবুজ জার্সিধারীদের জয় ৪৪ ম্যাচে। এছাড়া টেস্ট ক্রিকেটে ১২৮ ম্যাচে ১৬ জয় পেয়েছে বাংলাদেশ। ড্র করেছে ১৭ ম্যাচ।

পূর্ব পশ্চিম/জেআর

বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close