• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এ আর রহমানের কনসার্ট শুরু, উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ২১:৩৮ | আপডেট : ২৯ মার্চ ২০২২, ২২:০৯
স্পোর্টস ডেস্ক

বৃষ্টির কারণে স্থগিত হওয়া ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ কনসার্ট আবার শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত এ কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। বিকেল ৪টার পর শুরু হওয়া কনসার্টটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে রাত ৮টার পর আবার শুরু হয়।

কনসার্টে গান পরিবেশন করবেন ভারত থেকে আসা প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান। বৃষ্টির কারণে তিনি এখনো মঞ্চে উঠতে পারেননি। রাত ৯.৫০ টার দিকে তিনি গান শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবির আয়োজনে ২০২০ সালের মার্চে হওয়ার কথা ছিল মুজিববর্ষ কনসার্ট। করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। করোনার প্রকোপ কমায় এবার ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ নামে সেই কনসার্ট ফের আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। এবারও আমন্ত্রণ করা হয় ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমানকে।

পূর্ব পশ্চিম/জেআর

কনসার্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close