• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

এক লাফেই ৩৭ ধাপের জয়

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২২, ১৮:১৩
স্পোর্টস ডেস্ক

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা নম্বরে অবস্থান করেছেন বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়। বড় লাফে ৩৭ ধাপ এগিয়ে এগিয়েছেন তিনি। বর্তমানে তার র‌্যাংকিং ৬৬তম স্থানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ডারবানের কিংসমিডে শতকের দেখা পান জয়। টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৩৭ ও ৪ রান করেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পান জয়।

৩২৬ বলে ১৫টি চার ও ২টি ছক্কায় ১৩৭ রান করেন জয়। ক্রিজে ছিলেন ৪৪২ মিনিট। তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ৪ রানের বেশি করতে পারেননি জয়। ঐ ইনিংসে ১৯ ওভার ব্যাট করে মাত্র ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত টেস্টটি ২২০ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

বাংলাদেশী আরেক ব্যাটার লিটন দাস পিছিয়েছেন র‌্যাংকিংয়ে। চার ধাপ পিছিয়েছে ৬৬২ রেটিং নিয়ে ১৭তমস্থানে আছেন তিনি। যা বাংলাদেশীদের মধ্যে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় সেরা অবস্থান।

এছাড়া র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ৩১তমস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। পূর্বপশ্চিমবিডি/জেএস

মাহমুদুল হাসান জয়,আইসিসি টেস্ট র‌্যাংকিং,আইসিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close