• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১৫:৩৫
স্পোর্টস ডেস্ক

আগামী মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারিবারিক কারণে সাকিব আল হাসান ও ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ।

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৫ মে।

বাংলাদেশের নতুন ঘোষিত টেস্ট দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বিসিবি,শ্রীলঙ্কা,বাংলাদেশ-শ্রীলঙ্কা,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close