• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

শোয়েবের চেয়ে জোরে বল করেও স্বীকৃতি পাননি সামি

প্রকাশ:  ০১ মে ২০২২, ১৯:০৯
স্পোর্টস ডেস্ক

গতির জন্য বিশ্বখ্যাত শোয়েব আখতারের চেয়েও জোরে বল করেছিলেন কিন্তু আইসিসি স্বীকৃতি দেয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আরেক গতি তারকা মোহাম্মদ সামি। তার দাবি, তিনি শোয়েবের চেয়ে দুইবার দ্রুতগতির বল করেছিলেন।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে সামি বলেন, একটি ম্যাচে আমি ১৬০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছিলাম। আরেকটা ছিল ১৬২ কিলোমিটার গতির। অন্যটি ১৬৪। এরপর বলা হলো, স্পিডগান ঠিকমতো কাজ করছিল না। এ কারণে সে বলগুলোকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আপনি দেখুন, যেই ১৬০ কিলোমিটারের ওপরে বল করেছে, তখন সে স্পিডে সর্বোচ্চ একটা বা দুটি বলই করেছে। এমন তো না যে তারা ওই গতিতে টানা বল করেছে। এটা হঠাৎ হঠাৎ ঘটে।

১৯৯৬ সালের পর থেকে নিয়মিত বোলারদের গতির রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। আর সামি যে ম্যাচের কথা বলেছেন সেটা ২০০৪ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজে।

পেশোয়ারে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে সামির করা ১১ তম ওভারের শেষ বলটির গতি দেখাচ্ছিলো ১৬৪ কিলোমিটার। ব্যাটার ছিলেন রাহুল দ্রাবিড়। ১৭তম ওভারের দ্বিতীয় বলটির গতি ১৬২.৩ কিলোমিটার দেখালেও সৌরভ গাঙ্গুলী সেটা বাউন্ডারি পার করেছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পাকিস্তান,শোয়েব আখতার,মোহাম্মদ সামি,স্বীকৃতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close