• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রকাশ:  ০৬ মে ২০২২, ১৪:৩৪
স্পোর্টস ডেস্ক

আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। চীনে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গেমস স্থগিত করার কোনো নির্দিষ্ট কারণ জানাননি আয়োজকরা।

শুক্রবার (৬ মে) গেমসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এশিয়ান অলিম্পিক কাউন্সিল ঘোষণা করেছে, ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংজুতে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। ’

প্রথমে চীনা সরকারি মিডিয়ায় এটি পোস্ট করা হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতাটির নতুন তারিখ ‘পরবর্তী সময়ে’ ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আয়োজক শহর হাংজু চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কাছে অবস্থিত। সাংহাই শহর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির করোনা ভাইরাসের প্রতি ‘শূন্য-সহনশীলতা’ নীতির অংশ হিসাবে দীর্ঘ কয়েক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্য দিয়ে গেছে।

পূর্বপশ্চিম- এনই

এশিয়ান গেমস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close