• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

খেলা শুরু, মুশফিক-লিটন জুটির সেঞ্চুরি

প্রকাশ:  ১৮ মে ২০২২, ১১:২৬ | আপডেট : ১৮ মে ২০২২, ১২:২৯
স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে বৃষ্টির কারণে আধঘণ্টা দেরি করে ম্যাচ শুরু হয়েছে। ম্যাচ দেরিতে শুরু হলেও বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। প্রথম বলেই লং অনে খেলে সিঙ্গেল নিয়ে লিটনকে স্ট্রাইক দেন মুশফিক। মেন্ডিসের হাফ ভলি দারুণ স্কয়ার ড্রাইভে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। দু’জনের জুটি পেরিয়ে যায় শতরান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০.১ ওভার শেষে মুশফিক-লিটন ব্যাট করছেন ১০৯ রানের পার্টনারশিপে। ৩ উইকেটে ৩২৯ রান বাংলাদেশের।

আধঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ায় সেশনগুলোর সময়ও পিছিয়ে গেছে। প্রথম সেশন হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ৪০ মিনিটের লাঞ্চ বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন। চলবে ৩টা ১০ পর্যন্ত। ২০ মিনিটের চা-বিরতির পর খেলা চলবে সাড়ে পাঁচটা পর্যন্ত।

এর আগে ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হয় চট্টগ্রামে। তাতে খেলা শুরু হতে দেরি হওয়ার শঙ্কা জাগে। খানিকবাদেই হুট করে বদলে যায় প্রকৃতি। ৯.৪০ এর দিকে একটু একটু করে কাভার সরানো শুরু করেন মাঠ কর্মীরা। এরপর আধ ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ১০টায় শুরু হয় চতুর্থ দিনের খেলা।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবালের কল্যাণে পাঁচ বছর পর বাংলাদেশ পায় শতরান পাড় করা উদ্বোধনী জুটি। ২২ বছর আর ১২৩ টেস্টে কেবল অষ্টমবারের মতো। ওই স্বস্তি অবশ্য টেকেনি বেশিক্ষণ। শ্রীলঙ্কার পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশের প্রথম উইকেট হিসেবে সাজঘরের পথ ধরেন জয়। আশিদা ফার্নান্দোর লেগ সাইডের বল খেলবেন কি না এমন দ্বিধায় ছিলেন তিনি। শেষ অবধি গ্লাভসে লেগে বল চলে যায় উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা নিরোশান ডিকভেলার কাছে। ১৪২ বলে ৫৮ রান করেই থামতে হয় তাদের।

এরপর ক্রিজে আসা নাজমুল হোসেন শান্তও ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। কনকাসন সাব হিসেবে খেলতে নামা রাজিথার ওভারে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ২২ বলে করেন কেবল ১ রান।

অধিনায়ক মুমিনুল হক উইকেটে আসার পর থেকেই ছিলেন অস্বস্তিতে। তার অফ ফর্মের ছাপ স্পষ্ট হয়েছে আউট হওয়ার ধরনেও। অফ স্টাম্পের একটু বাইরে পড়া বল সুইং করেছিল খানিকটা, ডিফেন্ড করতে গিয়েও পারেননি মুমিনুল, ফিরতে হয় বোল্ড হয়ে। ১৯ বলে ২ রান করেন তিনি। এ নিয়ে সর্বশেষ ছয় ইনিংসেই ফিরলেন সিঙ্গেল ডিজিটে।

তার আউটের পর তামিমের অস্বস্তি বাড়তে থাকে। প্রচণ্ড গরমে পানি শূন্যতা দেখা দেয়, ছাড়তে হয় মাঠও। রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এখন যে কেউ আউট হওয়ার পর সুস্থ বোধ করলে আবার নামতে পারবেন তামিম। ২১৭ বলে ১৩৩ রান করেছেন তিনি।

দিনের শেষবেলাটা পাড় করেছেন লিটন ও মুশফিক। ২ চারে ১৩৩ বলে ৫৩ রান করেছেন মুশফিক, ১১৪ বলে ৫৪ রান এসেছে লিটনের ব্যাটে। লঙ্কানদের দিনের সবচেয়ে সফল বোলার কনকাসন সাব হয়ে নামা রাজিথা। ১১ ওভার বল করে কেবল ১৭ রান দিয়ে তিনি নিয়েছেন দুই উইকেট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সেঞ্চুরি,জুটি,মুশফিক-লিটন,খেলা,চট্টগ্রাম,টেস্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close