• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন শরিফুল

প্রকাশ:  ১৯ মে ২০২২, ১১:৩৪
স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এই ম্যাচে তো বটেই পরের ম্যাচেও তাকে আর পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৯ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

মাথায় আঘাত কিংবা করোনাভাইরাসজনিত সমস্যা না হওয়ায় এই ম্যাচে কোনো বদলি খেলোয়াড়ও নামাতে পারবে না বাংলাদেশ। যেমনটা বিশ্ব ফার্নান্দোর বেলায় পেয়েছে লঙ্কানরা। তবে তার জায়গায় দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করছেন ইয়াসির আলি রাব্বি।

আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল। যে কি না ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। কিন্তু শরিফুলের আঘাত হাতে হওয়ায় শুধুমাত্র বদলি ফিল্ডারই নামাতে পেরেছে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে শরিফুল ডান হাতে ব্যথা পান। এরপরও উইকেটে ছিলেন আরো তিন ওভারের বেশি। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।

যে কারণে ৯ উইকেটে ৪৬৫ থেকে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শরিফুল রিটায়ার্ড আউট হন ১১ বলে ৩ রান করে। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ২০ ওভার হাত ঘুরিয়ে তিন মেইডেনসহ ৫৫ রান খরচ করেন শরিফুল। তবে উইকেটের দেখা পাননি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টেস্ট,চট্টগ্রাম,বাংলাদেশ,ক্রিকেট,শরিফুল ইসলাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close