• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সরকারের কাছে ৪৫০ কোটি টাকা চাইলো বাফুফে

প্রকাশ:  ২২ মে ২০২২, ১৮:০৫
স্পোর্টস ডেস্ক

দেশের ফুটবলের পুনর্জাগরণসহ শক্তিশালী জাতীয় দল গঠনের লক্ষ্যে সরকারের কাছে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে চাওয়া হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানান, পুরো দেশের ফুটবল উন্নয়নের লক্ষ্যে আমরা প্রজেক্টটি জমা দিয়েছি। যেখানে পাঁচ বছরের পরিকল্পনা করা হয়েছে। অর্থ পাওয়ার পর থেকেই পাঁচ বছর গণনা শুরু হবে।

বড় এই প্রকল্পটি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে কয়ে দফা সভাও হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, একটা ডিপিপি’র (উন্নয়র প্রকল্প প্রস্তাব) আওতায় ফুটবল উন্নয়নের জন্য সরকারের কাছে এই অর্থ চাওয়া হয়েছে। যার মাধ্যমে আমাদের ফুটবলের প্রধান প্রধান ক্ষেত্রগুলো; যেমন, পুরুষ জাতীয় ফুটবল দল, নারী জাতীয় ফুটবল দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগগুলোকে আরো সুসংহত করার জন্য এই অর্থ ব্যবহার করা হবে।

কেবল রাজধানীর ফুটবলই নয়, ৬৪ জেলার ফুটবল উন্নয়নের বিষয়টিও আছে এই উন্নয়ন প্রকল্পে। এই প্রকল্পের অর্থ বাফুফে বেশি ব্যবহার করবে সরাসরি ফুটবল উন্নয়নে। বাফুফে আশা করছে, এই অর্থ পাওয়া গেলে আগামী ৫ বছরে দেশের ফুটবলের চিত্রটা বদলে যাবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাফুফে,টাকা,সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close