• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাড়ে ছয় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বিজয়

প্রকাশ:  ২২ মে ২০২২, ২২:৪৮
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে বাংলাদেশ। যার জন্য তিন ফরম্যাটের জন্য রোববার (২২ মে) এক বিবৃতিতে ৪৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চমক দিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরেছেন এনামুল হক বিজয়।

দীর্ঘ সাড়ে ছয় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বিজয়। সবশেষ ২০১৫ সালের নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বিজয়। নিজের শেষ টি-টোয়েন্টিতে ৫১ বলে ৪৭ রানের মন্থর এক ইনিংস খেলে তুমুল সমালোচিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে তার ওয়ানডে দলে ফেরা হলো প্রায় তিন বছর বা ৩৫ মাস পর। ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে খেলেছিলেন বিজয়। সেই ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে ২৪ বলে ১৪ রান করে আউট হয়ে যান এ ডানহাতি ওপেনার।

তবে অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্বার বিজয়ের ব্যাট। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে ১১৩৮ রান করেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা ব্যাটার এনামুল হক বিজয়।

বিশ্ব ক্রিকেটে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এক আসরে এতো বেশি রান করতে পারেননি আর কেউ। এর আগে বিপিএলেও ৯ ম্যাচে ১২১ স্ট্রাইকরেট ও ৩১ গড়ে ২৮০ রান করেছিলেন তিনি। যার সুবাদে লম্বা বিরতির পর অবশেষে বিজয়ের জন্য জাতীয় দলের দরজা খুলেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

এনামুল হক বিজয়,ওয়েস্ট ইন্ডিজ,বিসিবি,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close