• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

করুনারত্নে-ওশাদার ব্যাটে দারুণ শুরু শ্রীলঙ্কার

প্রকাশ:  ২৪ মে ২০২২, ১৬:০৭
স্পোর্টস ডেস্ক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ৩৬৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছেন লঙ্কান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রগ ৮২ রান। ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন ওশাদা।

এর আগে দিন শুরু করা লিটন দাস মাত্র ৭ রান যোগ করতেই উইকেট হারান। ১৬ চার ও ১ ছক্কায় ২৪৬ বলে ১৪১ রান করে সাজঘরে ফেরত যান লিটন। ভেঙে যায় মুশফিকের সঙ্গে তার ২৭২ রানের জুটি।

এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি মোসাদ্দেক হোসেন (০), তাইজুল ইসলাম (১৫) খালেদ আহমেদ (০) ও এবাদত হোসেন (০)। একপ্রান্ত আগলে রাখা মুশফিকের অপরাজিত ১৭৫ রানে ভর করে ৩৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে একাই ৫ উইকেট শিকার করেন কাসুন রাজিথা। ৪ উইকেট তুলে নেন আসিথা ফার্নান্দো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শ্রীলঙ্কা,করুনারত্নে-ওশাদা,ব্যাট,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close