• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

ম্যাথুস-ধনঞ্জয়া জুটি ভাঙলেন সাকিব

প্রকাশ:  ২৫ মে ২০২২, ১৮:০২ | আপডেট : ২৫ মে ২০২২, ১৮:০৬
স্পোর্টস ডেস্ক

ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলায় ভয়ঙ্কর হয়ে উঠছিলো শ্রীলঙ্কার পঞ্চম উইকেট জুটি। অবশেষে সফল রিভিউর মাধ্যমে ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করার মাধ্যমে সেই জুটি ভাঙলেন সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ২৬৬ রান তুলেছে লঙ্কানরা। এখন ৫২ রানে ম্যাথুস ও শূন্যরানে চান্দিমাল অপরাজিত রয়েছেন।

দ্বিতীয় দিন শ্রীলঙ্কা ২ উইকেটে ১৪৩ রান তুলেছিলো। তৃতীয় দিন শুরুতেই ফিরে যান নাইট ওয়াচম্যান কাসুন রাজিথা। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ৮০ রানে বোল্ড করে দেন সাকিব। তৃতীয় দিন মাত্র ১০ রান যোগ করেন তিনি।

শ্রীলঙ্কার বিপদে ব্যাট করতে নামেন ম্যাথুস ও ধনঞ্জয়া। তারা দু’জন যখন সেট হওয়ার চেষ্টা করছে তখনই নামে বৃষ্টি। ঝুম বৃষ্টি ঘণ্টাখানেক পরে থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে লেগে যায় প্রায় তিন ঘণ্টা।

এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের রেকর্ড জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংস করে ৩৬৫ রান তোলে। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লিটন কুমার খেলেন ১৪১ রানে ইনিংস। আর কেউ বিশ রানের ঘরে ঢুকতে পারেননি।

শ্রীলঙ্কার পেসার রাজিথা পাঁচটি ও অসিথা ফার্নান্দো চার উইকেট তুলে নেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ম্যাথুস-ধনঞ্জয়া,জুটি,সাকিব আল হাসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close