• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তামিমের দেড়শর পর ইবাদত-খালেদদের বিবর্ণ বোলিং

প্রকাশ:  ১২ জুন ২০২২, ১১:১০
স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশ ভালো করলেও বল হাতে সুবিধা করতে পারছে না। ব্যাট হাতে অবশ্য এক তামিম ইকবালই দারুণভাবে প্রস্তুতিটা সেরেছেন। এ ছাড়া ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত।

প্রস্তুতির দ্বিতীয় দিন বাংলাদেশ ৭ উইকেটে ৩০৭ রানে ইনিংস ঘোষণা করে। তামিম ১৬২ রানে অপরাজিত ছিলেন। ১৪০ রানে দিন শুরুর পর আরও ২২ যোগ করেন। ২১ চার ও ১ ছয়ে ২৮৭ বলে এ রান করেন বাঁহাতি ওপেনার।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন শান্ত। এ ছাড়া নুরুল হাসান সোহান ৩৫, মোসাদ্দেক হোসেন ১৯ রান করেন। ১১ রান করে রিটায়ার্ড হার্ট হন ইয়াসির আলী রাব্বী। দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি লিটন দাস (৪) ও মেহেদী হাসান মিরাজ। প্রথম দিনই শূন্যরানে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লুইস।

এদিকে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের দুই ওপেনার দারুণ খেলছেন। তেজনারাইন চন্দরপল ও জার্মি সোলোজানো শুরু থেকেই খেলতে থাকেন দাপটের সঙ্গে। খালেদ আহমেদ-ইবাদত হোসেনরা সুবিধা করতে পারেননি।

দুজনে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত দারুণ খেলেন। চন্দরপলকে আউট করে ১০৯ রানে জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা। ১১৭ বলে ৫৯ রান করেন চন্দরপল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ ৩৮ ওভারে ১১৪। আরেক ওপেনার সোলোজানো অপরাজিত আছেন ৪৮ রানে। ২ রানে ব্যাট করছেন টেবিন ইমলাচ।

সবচেয়ে খরুচে বোলিং করেন ইবাদত। ৮ ওভারে তিনি রান দিয়েছেন ৩৭টি। এ ছাড়া সব বোলারেরই ইকোনমি তিনের নিচে। খালেদ শুরুর দিকে মার খেলেও ধীরে ধীরে আঁটসাঁট বোলিং করেন।

পূর্ব পশ্চিম/ম

বোলিং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close