• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো দেখাবে টি স্পোর্টস

প্রকাশ:  ২১ জুন ২০২২, ২০:৫০
স্পোর্টস ডেস্ক

অবশেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার জটিলতা কেটেছে। ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট সহ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস। চ্যানেলের প্রধান নির্বাহী ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচগুলো সম্প্রচারের ঘোষণা দিয়ে টি স্পোর্টসের প্রধান নির্বাহী বলেছেন, ‘দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল হওয়ায় দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেটা আমলে নিয়েই আমরা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে সিরিজের প্রথম টেস্ট দুই ডলারের বিনিময়ে আইসিসি টিভিতে প্রদর্শিত হলেও দ্বিতীয় টেস্ট বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে আইসিসি।

সম্প্রচার জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম টেস্ট দেশের কোনো টিভি চ্যানেলে প্রদর্শিত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পাতায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ উপভোগের সুযোগ পেয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

উইন্ডিজ ক্রিকেট তৃতীয়পক্ষের মাধ্যমে সম্প্রচার স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নেওয়া থেকেই মূলত জটিলতার শুরু। টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম) নামক সেই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কোনো চ্যানেলের বনিবনা না হওয়ায় বাংলাদেশের দর্শকরা নির্বিঘ্নে সাকিব-তামিমদের খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। শেষতক সেই জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি ফিরছে দেশের ক্রিকেটানুরাগীদের মধ্যে।

পূর্ব পশ্চিম/ম

টি স্পোর্টস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close