• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

প্রেসিডেন্টের পদত্যাগে উচ্ছ্বসিত জয়াসুরিয়া

প্রকাশ:  ১৫ জুলাই ২০২২, ২০:০৯
স্পোর্টস ডেস্ক

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় মাসখানেক ধরে চলা বিক্ষোভের শেষ হতে চলেছে। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট সনাৎ জয়াসুরিয়া।

সম্পর্কিত খবর

    গত মাস থেকে শুরু হওয়া এই বিক্ষোভে সশরীরে দেখা গিয়েছিল জয়াসুরিয়াকে। আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে তাদের বিক্ষোভকে আরও জোরদার করেন সাবেক লঙ্কান অধিনায়ক।

    জোরালো বিক্ষোভের মুখে মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। একই রাতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

    গোতাবায়ার এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত জয়াসুরিয়া টুইটারে লিখেছেন, ‘প্রেসিডেন্টের পদত্যাগের মধ্য দিয়ে একটি অহিংস সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আজকের দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভবিষ্যতের নেতারা দয়া করে মনে রাখবেন যে, ব্যক্তিগত এজেন্ডা নয়, জনগণের ম্যান্ডেট ও কল্যাণকে আপনার হৃদয়ে ধারণ করতে হবে।’

    পূর্বপশ্চিমবিডি/এআই

    ক্রিকেটার জয়াসুরিয়া
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close