• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেন রাসেল ডমিঙ্গো

প্রকাশ:  ২২ আগস্ট ২০২২, ১৬:৩৫
খেলা প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাট থেকে সরানো হলেও টেস্ট ও ওয়ানডে দলে দায়িত্ব তিনি পালন করে যোবেন।

সোমবার (২২ আগস্ট) ডমিঙ্গোর সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এরই মধ্যে টি-টোয়েন্টির টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয়া হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই আভাস দিয়ে রেখেছিলেন, ফরম্যাট ভেদে আলাদা কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি। সে ক্ষেত্রে টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে শুধু ওয়ানডে ও টেস্টে রাখা হতে পারে। অবশেষে হলোও তাই।

টি-টোয়েন্টিতে হেড কোচ কে হবেন এমন প্রসঙ্গে পাপন বলেন, হেড কোচ বলে এখন কেউ নাই। আমাদের ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এবং ক্যাপ্টেন আছে। এছাড়া একজন টেকনিক্যাল কনসালটেন্ট নেয়া হয়েছে টি-টোয়েন্টির জন্য। সে গেম প্ল্যান দেবে। সুতরাং, এখানে হেড কোচের আর কাজ কী। তবে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এছাড়া আমরাও তো যাচ্ছি।

টি- টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে ডমিঙ্গোর। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটও কিছুটা নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবেন, সেদিকেও তিনি মনোযোগ দেবেন। সেই কারণেই দেশের ঘরোয়া ক্রিকেট এখন থেকে নিয়মিত তিনি অনুসরণ করবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

২০১৯ সালের আগস্টে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান ডমিঙ্গো। তার অধীনে অন্য ফরম্যাটে সাফল্য কিছুটা থাকলেও টি-টোয়েন্টিতে ব্যর্থতার তালিকায়ই কেবল দীর্ঘ হচ্ছে। আর তাই এবার টি-টোয়েন্টি থেকে তাকে আপাতত সরিয়ে দেয়া হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

রাসেল ডমিঙ্গো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close