• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘কোচদের কোচ’ হচ্ছেন লঙ্কান কিংবদন্তি

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৮
স্পোর্টস ডেস্ক

মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচের পদ ছাড়ছেন মাহেলা জয়াবর্ধনে। কেননা আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন লঙ্কান এই কিংবদন্তি। বুধবার আইপিএলের দলটি এক বিবৃতিতে জানিয়েছে এই কথা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে মুম্বাইয়ের মালিক আরও দুটি দল কিনেছেন। একটি সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে, আরেকটি দক্ষিণ আফ্রিকার লিগে।

জয়ববর্ধনে মুম্বাইয়ের সবগুলো দলের হেড কোচদের দেখভাল করবেন। মানে ‘কোচদের কোচ’ হচ্ছেন লঙ্কান কিংবদন্তি। তার পদটির নাম ‘গ্লোবাল হেড অব পারফরম্যান্স’।

পদোন্নতি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের আরেক ক্রিকেট পরিচালক জহির খানেরও। ভারতের সাবেক পেসার ছিলেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর।

এখন জহিরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্টের গ্লোবাল হেড হিসেবে। এই পদে থেকে মুম্বাইয়ের মালিকানাধীন দলগুলোর জন্য স্কাউটিং এবং প্রতিভা অন্বেষণের কাজ করবেন জহির।

মাহেলা জয়াবর্ধনে,কোচ,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close