• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২০৩৬ সালের ‘অলিম্পিক’ আয়োজকের দৌড়ে মিশর

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৯
স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সব থেকে বড় আসর হলো অলিম্পিক গেমস। যেখানে দুই শতাধিক দেশেরও বেশি অ্যাথলেটের অংশগ্রহণ দেখা যায়। বিশ্বের সবচেয়ে বড় এবং সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয় এ আসর। তারই আয়োজক হিসাবে ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য আবেদন করেছে মিশর।

এক বিবৃতিতে মিশরের যুব ও ক্রীড়া মন্ত্রী বলেছেন, যদি তাদের আবেদন সফল হয় তবে আরব দেশের প্রথম কোন বৈশ্বিক আসরের আয়োজক হয়ে উঠবে আফ্রিকার দেশটি।

সম্পর্কিত খবর

    এরই মধ্যে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি আবেদনের জন্য সবুজ সংকেত দিয়েছেন।এমনকি মিশরীয় মন্ত্রিপরিষ তাদের এক বিবৃতিতে আরো উল্লেখ করেন যে এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করতে তারা সব ধরনের অবকাঠামো দিক দিয়ে শক্তিশালী এবং চ্যালেঞ্জ নিতে সক্ষম।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close