• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নারী এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৪১ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৮
স্পোর্টস ডেস্ক

নারী এশিয়া কাপের আসরের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ঢুকেছেন ফারিহা আক্তার তৃষ্ণা।

এশিয়া কাপে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল টাইগ্রেসরা। আগামী এক অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেটে ১ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টটি।

বাংলাদেশ দলের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড বাই

মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা,নুজহাত তাসনিয়া, রাবেয়া খান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,ঘোষণা,দল,এশিয়া কাপ,নারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close