• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

চলছে ভারত-পাকিস্তানের রণক্ষেত্র তৈরির কাজ

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৫
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তানের ম্যাচ। আগামী ২৩ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে, যার ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)। এই হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপের এমসিজি অধ্যায়।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি ছবি দিয়ে জানান দেয়, ভারত-পাকিস্তানের রণক্ষেত্র তৈরির কর্মযজ্ঞ। তাদের প্রকাশিত ছবিতে দেখা যায়, খেলার মাঠ ও পিচ তৈরিতে কিছু গাড়ি ও যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

এমসিজি ক্যাপশনে লিখেছে, ‘এভাবেই চলছে ক্রিকেটের প্রস্তুতি।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। ওই ধাক্কা এমনভাবে লেগেছিল ভারতের ক্যাম্পে, তারা গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেনি। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও একই হাল। অবশ্য পাকিস্তানকে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ভারত, কিন্তু সুপার ফোরে হেরে যায়। ফল- ফাইনালের আগেই বিদায় ভারতের।

ভারত,পাকিস্তান,রণক্ষেত্র,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close