• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

‘এক-দুই মাসে বিশ্বকাপ জয়ের মতো দল হয়ে ওঠা কঠিন’

প্রকাশ:  ০১ অক্টোবর ২০২২, ১৪:২৫
স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মাঝরাতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে টাইগাররা। এর আগে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, সবকিছুই কঠিন; তবে জয় করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

তাসকিন বলেন, আমাদের তো স্বপ্ন আছে। আমরা সবাই নিজেদের জায়গা থেকে উন্নতিতে মনোযোগী। এক-দুই মাসে বিশ্বকাপ জয়ের মতো দল হয়ে ওঠা কঠিন। এ জন্য উন্নতিতে মনোযোগ হওয়া উচিত। তাতে এখন না হলেও কিছু সময় পর যেন বিশ্বকাপের আসরে লড়াই করতে পারি।

নিউজিল্যান্ডে দলের লক্ষ্য কী? এ নিয়ে তাসকিন বলেন, আমরা খুব বেশি সফল নই এই ফরম্যাটে। যে যার জায়গা থেকে ২০-৩০ শতাংশ উন্নতি করে নিউজিল্যান্ড থেকে যেন অস্ট্রেলিয়ায় যেতে পারি এটাই আমাদের লক্ষ্য।

‘আমাদের সামর্থ্য আছে। নিশ্চিত করেই বলতে পারি ভালো কিছু হওয়া সম্ভব। সবকিছু কঠিন। কন্ডিশন, প্রতিপক্ষ কিন্তু সব কিছুই জয় করা সম্ভব। ’

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিশ্বকাপ,সিরিজ,টি-টোয়েন্টি,বাংলাদেশ,ক্রিকেট,দল,তাসকিন আহমেদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close