• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইন্টারে জয় পেলো না বার্সেলোনা

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২২, ১৫:৩১
স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন হাকান চালহানোগ্লু। ওই গোলই গড়ে দেয় পার্থক্য। তাতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের মাঠ সান সিরো থেকে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।

শুরু থেকেই আক্রমণে প্রাধান্য ছিল বার্সেলোনার। বল দখলে রেখে খেলতে থাকে তারা। কয়েকটি সুযোগও তেরি করেছিল। কিন্তু রবার্ট লেভানডস্কি, রাফিনহারা গোলমুখ খুলতে পারেননি।

বরং এক পাল্টা আক্রমণে ২৮তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন ইন্টারের হোয়াকিন কোররেয়া। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

বিরতির ঠিক আগে সফরকারীদের স্তব্ধ করে দেন কালহানোগলু। ২৫ গজ দূর থেকে নিখুঁত এক শটে দুর্দান্ত এক গোল করেন তুর্কি মিডফিল্ডার। বল পোস্ট ঘেঁষে জড়ায় জালে।

বিরতির পর সমতায় ফেরার সুযোগ এসেছিল বার্সার। ৬১তম মিনিটে উসমান দেম্বেলের কোনাকুনি শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে পোস্টে লাগে। পাঁচ মিনিট পর জালে বল পাঠান পেদ্রি, তবে তার আগে বল আনসু ফাতির হাতে লাগায় ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

লা লিগায় টানা ছয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বার্সেলোনা। অন্যদিকে সিরি-আতে আট ম্যাচের চারটিতেই হেরে কোণঠাসা ছিল ইন্টার। তারাই চ্যাম্পিয়নস লিগে এসে হারিয়ে দিলো বার্সাকে।

জয়,বার্সেলোনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close