• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ত্রিদেশীয় সিরিজ

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২২, ০৯:৫৫ | আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:০০
স্পোর্টস ডেস্ক

‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার (৯ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হবে এ ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

টুর্নামেন্টে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে টাইগাররা। এদিকে নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারে নিউজিল্যান্ড। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুড়ে দাঁড়াতে মাঠে নামবে কিউইরাও।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত প্রথম ম্যাচে বিশ্রাম নেয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ফিরে আসাটা উজ্জীবিত করবে বাংলাদেশকে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয় বাংলাদেশের। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে ব্লাকক্যাপসদের বিপক্ষে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-২০র সবক’টিতেই হেরেছে টাইগাররা।

এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ। তার আগ পর্যন্ত কিউইদের মাটিতে কোন আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা। বছরের শুরুর জয় এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-২০তে জয়খরা কাটাতে অনুপ্রাণিত করবে।

সব মিলিয়ে ১৩৬ টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪৭টিতে। হার ৮৬টিতে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, মার্ক চাম্পম্যান, ডেন ক্লিভার, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিউজিল্যান্ড,বাংলাদেশ,দুপুর,মাঠ,ত্রিদেশীয় সিরিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close