• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ত্রিদেশীয় সিরিজ

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০২২, ০৮:১০
স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

নিজেদের প্রথম তিন ম্যাচে দুইবার নিউজিল্যান্ডের বিপক্ষে এবং একবার পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আজ সান্ত্বনার জয় কি পাবে সাকিব আল হাসানের দল?

এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন আর এবাদত হোসেন। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। মানে অলরাউন্ডার সাইফউদ্দিনসহ আজ চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। আজও নেই মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ব্যাটিং,বাংলাদেশ,পরিবর্তন,ত্রিদেশীয় সিরিজ,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close