• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

চ্যাম্পিয়নস লিগ

লেভার জোড়া গোলে টিকে রইলো বার্সেলোনা

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০২২, ০৮:৫০
স্পোর্টস ডেস্ক

চলতি আসরের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দেখায় ১-০ গোলে হারের পর, বুধবার (১২ অক্টোবর) রাতে নিজ মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ইন্টার মিলান। এতে স্প্যানিশ জায়ান্টদের নকআউটে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। পরের ম্যাচে ইন্টার ঘরের মাঠে ভিক্টোরিয়া প্লজেনকে হারালেই বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষ ষোলোতে যোগ দেবে। বার্সা ও ইন্টার দুই দলেরই পরের দুটি ম্যাচ বায়ার্ন ও প্লজেনের বিপক্ষে।

ন্যু ক্যাম্পে এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে বার্সা। বার্সার বাঁচা-মরার ম্যাচটিতে ছেড়ে কথা বলছিলো না ইন্টারও। স্বাগতিকদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণে তারাও চেষ্টা করে গোল আদায়ের। দুই গোলরক্ষক দেয়াল তুলে না দাঁড়লে এবং কাছাকাছি গিয়ে সুযোগ হাতছাড়া না হলেও ম্যাচের প্রথম ৩০ মিনিটেই হয়ে যেতে পারতো ৪-৫ গোল।

বার্সাকে ঠেকাতে দুই উইংক ব্যাককে নিচে নামিয়ে দুর্ভেদ্য দেয়াল তৈরি করে ইন্টার। তবে শুধু গোল বাঁচানোতেই ব্যস্ত থাকেনি ইতালিয়ান ক্লাবটি। যখনই সুযোগ পেয়েছে আক্রমণে গিয়ে বার্সাকে চাপে ফেলতে চেয়েছে। এদিন বার্সার মাঠে ম্যাচের ১০ মিনিটেই অবশ্য অল্পের জন্য ব্যর্থ হয় রাফিনহার প্রচেষ্টা। পরের কিছু সময়ও চাপ অব্যাহত রাখে বার্সা।

১৬ মিনিটে অবশ্য অল্পের জন্য বেঁচে যায় বার্সা। এরপর ধীরে ধীরে পূর্ণ ছন্দে ফেরার ইঙ্গিত দেয় কাতালান জায়ান্টরা। বার্সার একের পর এক আক্রমণে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে ইন্টার। ৩৬ মিনিটে রাফিনহার আরেকটি দারুণ প্রচেষ্টা অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়। তবে ৪০ মিনিটে ভুল হয়নি উসমান দেম্বেলের। সার্জিও রবার্তোর ক্রসে পা ছুঁয়ে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা। গোল খেয়ে জেগে উঠার চেষ্টা করে ইন্টার। তবে বার্সার প্রেসিংয়ের সঙ্গে লড়াইয়ে পারছিলো না। ভাগ্য ভালো হলে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারত স্প্যানিশ ক্লাবটি।

বিরতির পর ৫০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইন্টার। কাছাকাছি জায়গা থেকে আলেসান্দ্রো বাস্তোনির অ্যাসিস্টে দারুণ এক ভলিতে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেন নিকোলা বারেল্লা।

লিড হারিয়ে মরিয়া হয়ে উঠে বার্সা। ইন্টারও গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে আক্রমণে যায়। ৫২ মিনিটে লেভানডফস্কির শট পোস্টের ওপর দিয়ে যায়। একটু পর ইন্টারের দুর্দান্ত এক আক্রমণ অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান। এরপর টানা কয়েকটি আক্রমণে বার্সকে চাপে রাখে ইন্টার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চ্যাম্পিয়নস লিগ,বার্সেলোনা,ইন্টার মিলান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close