• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২২, ২১:০০ | আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২১:০১
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে ফিরে এলেন সাকিব আল হাসান। পেছনে ফেলে দিলেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবিকে। বুধবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত এশিয়া কাপে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবির কাছে নিজের জায়গাটা হারিয়েছিলেন তিনি। মাত্র দেড়-দুই মাসের ব্যবধানে আবারও শীর্ষে ফিরে আসলেন তিনি। বিশ্বকাপের আগে খবরটা বাংলাদেশ দলকেও হয়তো উজ্জীবিত করে তুলতে পারে।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিলো খুবই বাজে। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব ছিলেন উজ্জ্বল। প্রথম ম্যাচটি খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ১৬ বলে খেলেন ১৬ রান। এরপর শেষ দুই ম্যাচে হাঁকান ফিফটি। এ কারণেই র‌্যাংকিংয়ে উন্নতি ঘটে সাকিবের।

সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৬৬। টি-টোয়েন্টি অলরাউন্ডারের দৌড়ে দ্বিতীয় স্থানে নমে গেলো আফগানিস্তানের মোহাম্মদ নবি। সবচেয়ে অবাক করা বিষয় হলো নামিবিয়ার অলরউন্ডার জেজে স্মিট এই তালিকায় হলেন তৃতীয়। তার রেটিং পয়েন্ট ১৮৩।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সাকিব আল হাসান,অলরাউন্ডার,র‍্যাঙ্কিং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close