• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশের একাদশে এক পরিবর্তনের আভাস, ভারতের দুই

প্রকাশ:  ০১ নভেম্বর ২০২২, ২১:২৬
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে এ ম্যাচে জয় সেমিফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করতে পারে।

অ্যাডিলেডে পূর্বে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। এমনকি বিশ্বকাপেও কোনো ম্যাচ অ্যাডিলেডে এখনো হয়নি। সাকিব জানিয়েছেন, একবার দেখায় ওখানকার উইকেট বোঝা কঠিন। এমনকি মাঠে নামার আগেও হয়তো উইকেটের চরিত্র বোঝা যাবে না।

তবে স্ট্রেইট বাউন্ডারি বেশ বড়। একজন অতিরিক্ত বিশেষজ্ঞ স্পিনার বড় মাঠে সুবিধা পেতে পারেন। ভারতের টপ অর্ডারের চার ব্যাটার আবার ডানহাতি। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ দলকে সুবিধা এনে দিতে পারেন। একজন ব্যাটার তথা ইয়াসির রাব্বিকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে তাকে।

বাংলাদেশের একাদশে যেখানে এক পরিবর্তনের সম্ভাবনা সেখানে ভারতের একাদশে দুই পরিবর্তনের জোর আভাস। ইনজুরি আছে দিনেশ কার্তিকের। তাকে বিশ্রাম দিয়ে রোহিতরা একাদশে নিতে পারেন ঋষভ পান্তকে। সঙ্গে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে খেলানোর কথা শোনা যাচ্ছে। কে না জানে, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার নাম লেগ স্পিন। সেক্ষেত্রে রবিশচন্দন অশ্বিন বাদ যেতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ভারতের সম্ভাব্য একাদশ

কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, ঋভষ পান্ত, দিপক হুদা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভারত,আভাস,পরিবর্তন,বাংলাদেশ,একাদশ,টি-টোয়েন্টি,বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close