• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘এটা স্কুল না, কিছু হলেই হেডমাস্টারের কাছে নালিশ করবেন’

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ১৬:৫৪ | আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:৫৭
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই না। ভেজা মাঠে তাড়াহুড়ো করে আম্পায়ারদের খেলা শুরু করা কিংবা বিরাট কোহলির ফেক ফিল্ডিং আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়া; মাত্র ৫ রানে হেরে যাওয়া এই ম্যাচে এই বিষয়গুলো বেশ বড় হয়ে চোখে পড়ছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ দল কি ম্যাচে ঘটে যাওয়া বিষয় নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাবে?

বাংলাদেশ দলের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সবাই আপনারা চোখের সামনেই দেখেছেন। দু’টি ইস্যু ছিলো। একটা ছিলো যে ফেক থ্রো। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে তবে আম্পায়ার বলেছেন আমি এটা খেয়াল করিনি। যার জন্য সে রিভিউতে যায়নি। সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে ইরাসমাসের সাথে। খেলার পরও আলাপ করেছে। একই সাথে মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছে।

‘সাকিব বারবার (আম্পায়ারকে) বলছিলো, তুমি আরেকটা সময় নিয়ে মাঠটা আরেকটু শুকাও। শুকানোর পর খেলা শুরু করো। কিন্তু তারা...আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিলো না। সিদ্ধান্ত একটা, আপনি খেলবেন কি খেলবেন না।’

এই বিষয়গুলো আইসিসির সভায় তোলা হবে কি না, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, এটা সহজ না কিছু হলেই যে বোর্ডে আলাপ। এটা তো স্কুল না কিছু হলেই হেডমাস্টারের কাছে নালিশ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরও আমাদের মাথায় আছে এটা প্রপার ফোরামে গিয়ে যেন কথা বলতে পারি। সেটা আমাদের মাথায় আছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,ভারত,নালিশ,হেডমাস্টার,স্কুল,জালাল ইউনুস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close