• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এখনো সব শেষ হয়ে যায়নি, সম্ভাবনা আছে: ছোটন

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ১৯:৫৭
স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে হারের কারণ হিসেবে দলের অনভিজ্ঞতাকেই দায়ী করছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

তিনি বলেন, ম্যাচে কিছু কিছু ভুল ছিলো। মেয়েরা পরিকল্পনা মতো খেলতে পারেনি। এটা অভিজ্ঞতা কম থাকার কারণেই। পাসিংয়ে আরো একটু সতর্ক হতে হবে।

এই ম্যাচের হারের পর শিরোপা জয়ের পথ কিছুটা কঠিনই হয়েছে বাংলাদেশের। তবে এখনো আশাবাদী দলের কোচ ছোটন। তিনি বলেন, আমরা এখনো শিরোপা জয়ের আশা ছাড়িনি। এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, সম্ভাবনা আছে। নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে শিরোপা জয় করা সম্ভব।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চ্যাম্পিয়নশিপ,নারী,সাফ অনূর্ধ্ব-১৫,বাংলাদেশ,কোচ,গোলাম রব্বানী ছোটন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close