• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২০২৪ বিশ্বকাপে ‌‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশকে

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২২, ১৮:৪০
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটের হারে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। আর এ হারের কারণে গ্রুপ-২ তে পাঁচ নম্বরে অবস্থান এখন টাইগার দলের। আর তাই ২০২৪ সালে অনুষ্ঠেয় পরবর্তী টি-২০ বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। মূলপর্বে সরাসরি খেলবে ১২ দল। এর মধ্যে আছে স্বাগতিক দুই দল। এছাড়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৪ বিশ্বকাপে। বাকি দুই দল আসবে বাছাই থেকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ ৮ দলের মধ্যে আছে নেদারল্যান্ডসও। ডাচরা আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগামী বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। গ্রুপ-২’তে সেরা চারে আছে তারা। বাংলাদেশ শেষ করেছে গ্রুপে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে। এই গ্রুপে বাকি তিন দল ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকাও সরাসরি খেলবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে।

অন্যদিকে গ্রুপ-১’এ সেরা চার দল হিসেবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার সরাসরি আগামী বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টি-টোয়েন্টি,বিশ্বকাপ,বাংলাদেশ,বাছাই পর্ব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close