• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

হারের পর দেশে ফিরছেন না ভারতের ৮ ক্রিকেটার!

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ১৮:০৭
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। লজ্জার এ হারের পরেও ভারতের সব ক্রিকেটার দেশে ফিরছেন না। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেইড ওভালে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে রোহিত বাহিনী। জবাব দিতে নেমে ২৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় হেলস-বাটলাররা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে ৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজি। তারা হলেন- হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিং, হর্ষল পটেল ও ভুবনেশ্বর কুমার। এই ৮ ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে সরাসরি নিউজিল্যান্ডে চলে যাবেন। তারা দেশে ফিরবেন না।

বাকি ৭ জন ক্রিকেটার অবশ্য বিশ্বকাপের পরে দেশে ফিরে আসবেন। তারা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ শামি ও দীনেশ কার্তিক। তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ পাননি। তাই দেশে ফিরে আসবেন তারা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। প্রথম ম্যাচ ওয়েলিংটনে। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২২ নভেম্বর নেপিয়ারে মুখোমুখি হবে দু’দল।

টি-টোয়েন্টি সিরিজের পরে হবে একদিনের সিরিজ। ২৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচ। পরের এক দিনের ম্যাচ ২৭ নভেম্বর হ্যামিল্টনে। ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে শেষ হবে সিরিজ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টি-টোয়েন্টি,বিশ্বকাপ,ক্রিকেটার,ইংল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close