• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডাগ আউটে ফিরে কাঁদলেন রোহিত শর্মা

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ১৮:৪৭
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর এ ম্যাচ হারার পর ডাগ আউটে বসে কেঁদে ফেললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যেই এ ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেইড ওভালে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে রোহিত বাহিনী। জবাব দিতে নেমে ২৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় হেলস-বাটলাররা।

অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করার পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিলো রোহিত শর্মার সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু, সেই কঠিন প্রতিদ্বন্দ্বীতায় অবশেষে হার স্বীকার করতে হল রোহিত অ্যান্ড কোম্পানিকে।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছিলো ভারত। কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে যে এভাবে লজ্জার হার মেনে নিতে হবে, সেটা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি। জস বাটলার এবং অ্যালেক্স হেলসের জোড়া হাফসেঞ্চুরির দাপটে ভারতকে নিয়ে কার্যত ‘ছেলেখেলা’ করলো ব্রিটিশ ক্রিকেট দল।

পুরো টুর্নামেন্টে বিরাট কোহলি দুর্দান্ত কামব্যাক করলেও, শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক দুরন্ত ব্যাটিং কাজে এলো না। টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড পার্টনারশিপ গড়ে দলে জয় এনে দেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলস।

চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভ এর লড়াইয়ে প্রথম দিকে টপ অর্ডারের ব্যর্থতা সমস্যায় ফেলছিলো ইংল্যান্ডকে। অ্যালেক্স হেলস রানে ফেরায় শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে ছবিটা বদলে গেছে। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের দুই ওপেনারই পার্থক্য গড়ে দিলেন। একেবারে যেন নিউজিল্যান্ড–পাকিস্তান ম্যাচের প্রতিচ্ছবি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানের জুটি পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছিলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টি-টোয়েন্টি,বিশ্বকাপ,ভারত,ইংল্যান্ড,অধিনায়ক,রোহিত শর্মা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close