• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ব্রাজিল নয়, বিশ্বকাপের সবচেয়ে দামি দল ইংল্যান্ড

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ২১:৩১
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ জয়ের প্রধানতম ফেবারিট হলেও সবচেয়ে দামি দল নয় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা জার্মানি। স্কোয়াডে থাকা ২৬ সদস্যের বর্তমান বাজারমূল্যে সবচেয়ে দামি দল ইংল্যান্ডের। দ্বিতীয় অবস্থানেই আছে ব্রাজিল। উল্টো দিকে সবচেয়ে কম দামি দল কাতার আর অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে কার মোট বাজারমূল্য কতো, ট্রান্সফারমার্কেটের সৌজন্যে দেখে নেওয়া যাক-

১. ইংল্যান্ড (১.২৬ বিলিয়ন), ২. ব্রাজিল (১.১৪ বিলিয়ন), ৩. ফ্রান্স (১.০৮ বিলিয়ন), ৪. পর্তুগাল (৯৩৭ মিলিয়ন), ৫. স্পেন (৯০২ মিলিয়ন), ৬. জার্মানি (৮৮৫.৫ মিলিয়ন), ৭. আর্জেন্টিনা (৬৫২ মিলিয়ন), ৮. নেদারল্যান্ডস (৫৮৭.২৫ মিলিয়ন), ৯. বেলজিয়াম (৫৬৩.২ মিলিয়ন), ১০. উরুগুয়ে (৪৪৯.৭ মিলিয়ন)।

তালিকার ১১ থেকে ২০তম স্থানে যথাক্রমে ক্রোয়েশিয়া (৩৭৭ মিলিয়ন), সার্বিয়া (৩৫৯.৫ মিলিয়ন), ডেনমার্ক (৩৫৩ মিলিয়ন), নাইজেরিয়া (২৯২.৯ মিলিয়ন), সেনেগাল (২৮৮ মিলিয়ন), সুইজারল্যান্ড (২৮১ মিলিয়ন), যুক্তরাষ্ট্র (২৭৭.৪ মিলিয়ন), পোল্যান্ড (২৫৫.৬ মিলিয়ন) ও মরক্কো (২৫১.১ মিলিয়ন)।

নিচের দিক থেকে সবচেয়ে কম দামি তিনটি দেশ হচ্ছে কাতার (১৪.৯ মিলিয়ন), অস্ট্রেলিয়া (৩৮.৩৪ মিলিয়ন) ও ইরান (৫৯.৫৩ মিলিয়ন)।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইংল্যান্ড,দল,ব্রাজিল,বিশ্বকাপ,কাতার বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close