• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

কাতার বিশ্বকাপ

প্রথমার্ধ শেষে তিন গোলে এগিয়ে ইংল্যান্ড

প্রকাশ:  ২১ নভেম্বর ২০২২, ২০:২২
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে ইংল্যান্ড। সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশে সময় রাত ৭টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চলাকালে নীরব ছিলের ইরানের ফুটবলাররা। তবে এশিয়ান দেশটি ধাক্কা খায় ম্যাচের ২০ মিনিটে। মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইরানের গোলরক্ষক বেইরানভ্যান্ড। তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন হোসাইন হোসেইনি।

ম্যাচের ৩৫ মিনিটে জুডে বেলিংহামের মাধ্যমে গোলের খাতা খুলে ইংল্যান্ড। লেফটব্যাক লুক শয়ের ক্রসে মাথা ছুঁইয়ে ইংলিশদের এগিয়ে দেন ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।

হ্যারি ম্যাগুয়েরের সহায়তায় ৪৪ মিনিটে বাঁ পায়ের ভলিতে ইংল্যান্ডের লিড দ্বিগুণ করেন উইঙ্গার বুকায়ো সাকা। পরের মিনিটে অধিনায়ক হ্যারি কেইনের পাসে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ৩-০ গোলে এগিয়ে দেন রাহিম স্টার্লিং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইংল্যান্ড,প্রথমার্ধ,কাতার বিশ্বকাপ,ফুটবল,ইরান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close