• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কাতার বিশ্বকাপ

উরুগুয়েকে রুখে দিলো দক্ষিণ কোরিয়া

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০২২, ২১:৫২
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে গোলশূন্য ড্র মেনেই মাঠ ছাড়তে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে পুরো ম্যাচে অসংখ্যবার আক্রমণ রচনা করেও দক্ষিণ আফ্রিকার জাল খুঁজে নিতেপারেনি উরুগুয়ের ফরোয়ার্ডরা। যার ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দু’দলকে।

প্রথমার্ধে দু’দলই একে অপরকে মেপে নেওয়ার খেলায় নেমেছিলো। আক্রমণ, পাল্টা আক্রমণ দেখা যাচ্ছিলো। কিন্তু গোলের সুযোগ কোনো দলের কাছেই খুব বেশি আসেনি। মাঝ মাঠে কোরিয়ার ইন-বিয়োম দুর্দান্ত খেলছিলেন। বল পাস করা থেকে নিয়ন্ত্রণ, সব দিকেই বাকিদের থেকে অনেকটা এগিয়েছিলেন। বিরতির একটু আগে উরুগুয়ের দিয়েগো গোডিনের হেড বারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুটাও খুব ম্যাড়মেড়ে হয়। কোনো দলই সুযোগ তৈরি করতে পারছিলো না। তবে শেষ ১০ মিনিটে খেলা জীবন্ত হয়ে ওঠে। একের পর এক সুযোগ তৈরি করতে থাকে দুই দল। তবে গোলের মুখ শেষ পর্যন্ত খোলেনি। দক্ষিণ কোরিয়ার প্রশংসা প্রাপ্য। গোটা ম্যাচে তারা স্নায়ু ধরে রেখে ভালো খেলেছে। উল্টো দিকে বড় নাম থাকা সত্ত্বেও ভয় পায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দক্ষিণ কোরিয়া,উরুগুয়ে,কাতার বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close