• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যে কারণে বাতিল হলো ভিনিসিয়ুসের গোল

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২২, ০০:১৩
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও কাজের কাজটা করতে পারেননি রিচার্লিসন, ভিনিসিয়ুসরা। গোলশূন্য প্রথমার্ধ শেষে ম্যাচের ৬৪ মিনিটে একবার ভিনিসিয়ুস গোল পেয়েছিলেন। কিন্তু ভিএআর দেখে সেটি বাতিল ঘোষণা করেন রেফারি।

যে কারণে বাতিল হলো ভিনিসিয়ুসের গোল

ভিনি নিজে তো অফ সাইডে ছিলেন না। গোলটিও ছিলো চমৎকার। তবে ভিএআরে দেখা গেছে ভিনিসিয়ুস যখন গোলটি করেন তখন অফ সাইডে ছিলেন আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে বাই সাইকেল কিকে অসাধারণ গোল করা রিচার্লিসন। মাঠের বৃত্তের কাছাকাছি সুইস মিডফিল্ডার বল পায়ে রাখতে ব্যর্থ হলে রদ্রিগো তা ধরে কাসেমিরোকে ঠেলে দেন। তিনি দ্রুতই তা ভিনিসিয়ুসকে বাড়ান বাঁ দিকে। তিনি বল ধরে সুইজারল্যান্ডের বক্সে ঢুকে গোলকিপার সোমারের পাশ দিয়ে জালে ঠেলে দেন।

কিন্তু এই আক্রমণের সময়ই অফ সাইডে ছিলেন রিচার্লিসন। তিনি আবার বলের দিকে দৌড়াচ্ছিলেন। এই দৌড়ের কারণেই তিনি অফ সাইডের নিয়মে পড়ে যান। ভিএআর চেক করে রেফারিও গোলটি বাতিল করে দেন।

গোল বাতিলের হতাশার পর ব্রাজিলকে অবশ্য স্বস্তি দিয়েছেন কাসেমিরো। শেষ পযন্ত তার গোলেই সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গোল,অফ সাইড,বাতিল,কাতার বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close