• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৫২
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। রোববার (৪ ডিসেম্বর) সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটস দাস।

বাংলাদেশ আজ তিন পেসার দিয়ে একাদশ সাজিয়েছে। তারা হলেন-মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ আর এবাদত হোসেন।

চলতি বছরের আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে এসেছে দুটি পরিবর্তন। নেই তামিম ইকবাল আর তাইজুল ইসলাম। তাদের বদলে ঢুকেছেন লিটন দাস আর সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ সেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,পেসার,টস,অধিনায়ক,লিটস দাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close