• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন উইলিয়ামসন

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২২, ১০:৪৮
স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানো অধিনায়ক কেন উইলিয়ামসন ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে টেস্টে নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়ক থাকছেন উইলিয়ামসন।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে লাল বলে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ল্যাথাম।

উইলিয়ামসনের অধীনে গত বছর ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলো নিউজিল্যান্ড। নিয়মিতই ভালো করেছে দল। তারপরও এখন একটি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেওয়াকেই সঠিক সিদ্ধান্ত মনে করেছেন তিনি।

কেন উইলিয়ামসন বলেন, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। তবে অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই জীবনের এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আমি এ বিষয়ে আমি আলোচনা করেছি। দুপক্ষই অনুভব করেছি সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিকঠাক হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কেন উইলিয়ামসন,অধিনায়ক,টেস্ট,নিউজিল্যান্ড,আইসিসি,নেতৃত্ব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close