• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনালের টিকিট ১৪ লাখ টাকা!

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩
স্পোর্টস ডেস্ক

৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ফিরে পেতে আর এক ধাপ পেরোতে হবে আর্জেন্টিনাকে। লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। ম্যাচটিকে ঘিরে আগ্রহের শেষ নেই আর্জেন্টাইন সমর্থকদের। এ কারণে ইতোমধ্যে শেষ হয়ে গেছে ফাইনালে আর্জেন্টিনাইন সমর্থকদের জন্য বরাদ্ধকৃত অফিসিয়াল টিকিট।

দেশের বিশ্বকাপ জয়ের সাক্ষী হতে ইতোমধ্যেই কাতারে এসেছেন ৩০ হাজার আর্জেন্টাইন সমর্থক। ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশটিতে আরও অনেক সমর্থক আসা শুরু করেছেন। কিন্তু ফাইনালের টিকেট তো শেষ। যা টিকেট আছে সেটার দামও আকাশচুম্বী চাওয়া হচ্ছে। এ কারণে দোহায় বিক্ষোভে নেমেছেন আর্জেন্টিনা সমর্থকেরা।

অফিসিয়ালি সবচেয়ে কমদামি টিকিটের দাম হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ৭৯ হাজার টাকা। সেই টিকিটের দাম এখন ৪ লাখ ২০ হাজার টাকা। আর সবচেয়ে ব্যয়বহুল টিকিটের দাম ছিল ৬ লাখ ১০ হাজার টাকা। এখন সেই টিকিটের দাম চাওয়া হচ্ছে ১৪ লাখ ৬১ হাজার টাকা। অর্থাৎ, ফাইনাল ম্যাচের একটি টিকিটের জন্য দ্বিগুণেরও বেশি দাম দিতে হচ্ছে সমর্থকদের। এর পরেও পাওয়া যাচ্ছে না টিকিট।

প্রায় একমাস ধরেই কাতারে অবস্থান করছে আলবিসেলেস্তে সমর্থকরা। এতেই আর্থিক সমস্যার মধ্যে আছেন অনেকেই। স্বপ্নের ফাইনাল দেখতে টিকিট কেনার অর্থ নেই অনেক সমর্থকের কাছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের হোটেলের সামনে জড়ো হন শ’খানেক সমর্থক। মেসি-ডি মারিয়াদের ম্যাচ দেখতে আরও অফিসিয়াল টিকিট দেওয়ার দাবি জানান তারা।

আন্দোলনকালে সমর্থকরা দাবি জানিয়ে বলেন, ‘আমরা এখানে অনেক আশা নিয়ে এসেছি। আমরা ফেডারেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন আমাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করেন। অবশ্যই কেউই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে চাইবে না।’

তারা আরও জানান, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অনেকেই নভেম্বর থেকে এখানে অবস্থান করছি। আমাদের কাছে টিকিট কেনার সামর্থ্য নেই। আমরা বিনামূল্যে টিকিট কিনতে চাই না। আমরা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে দাবি জানাব, তারা যেন আমাদের জন্য কিছু টিকিটের ব্যবস্থা করে। আমরা যেন স্টেডিয়ামে যেতে পারি।’

ফ্রান্স-আর্জেন্টিনা,টিকিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close