• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মেসি-দি মারিয়ায় এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২২, ২২:০৫ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২৩:০৬
ক্রীড়া ডেস্ক

তৃতীয় শিরোপার লড়াইয়ে লুসাইলে খেলছে আর্জেন্টিনা-ফ্রান্স। ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের এগিয়ে নিলেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ফ্রান্সের ওপর প্রেসিং করতে থাকেন আর্জেন্টাইন ফুটবলাররা। ৩ মিনিটে রদ্রিগো ডি পলের আক্রমণ প্রতিহত করেছিলেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। যদিও তা অফসাইড ছিল। এরপর ৮ মিনিটে কর্ণার পেয়েছিল আর্জেন্টিনা। কর্ণার থেকে মেসির শটের পর রোমেরো ফাউল করেন লরিসকে। ফ্রান্সের গোলরক্ষক ব্যথা পেয়েছিলেন বলে ২ মিনিট বন্ধ ছিল। ১৩ মিনিটের সময় কিলিয়ান এমবাপ্পে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ১৯ মিনিটে ফ্রান্স আরও একটা গোলের সুযোগ পেয়েছিল। তবে হেড ঠিকঠাক সংযোগ করতে পারেননি অলিভিয়ার জিরু।

প্রেসিং ফুটবল খেলতে থাকা আর্জেন্টিনা গোলের দেখা পায় ২২ মিনিটে। ২১ মিনিটে দি মারিয়াকে ফাউল করেন উসমান দেম্বেলে। ২২ মিনিটে পেনাল্টি থেকে লরিসকে বোকা বানিয়ে গোল করেন মেসি। ৩৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল পেয়ে যায় আলবিসেলেস্তেরা। ক্রিস্টিয়ান রোমেরোর পাস থেকে মেসি, এরপর মেসি পাস দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। অ্যালিস্টারের পাস রিসিভ করে লরিসকে ‘ওয়ান-টু-ওয়ান’ সুযোগে গোল করেন দি মারিয়া।

২ গোলে পিছিয়ে থেকে ফ্রান্স গোল করতে মরিয়া হয়ে ওঠে। এমনকি ৪০ মিনিটে জিরু, দেম্বেলে-দুজনকেই উঠিয়ে নেন দিদিয়ের দেশম। তবে ফ্রান্স প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি। ২-০ তে এগিয়ে রয়েছে আকাশী-নীলরা।

আর্জেন্টিনা-ফ্রান্স
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close