• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শততম টেস্টে ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২২, ১৩:০০
স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। এর আগে এই কীর্তি ছিল কেবল ইংল্যান্ডের জো রুটের। এ ছাড়া দ্বিতীয় অজি ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন বাঁহাতি এই ব্যাটার।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তি গড়েছিলেন রিকি পন্টিং। সাবেক অজি অধিনায়কের কীর্তিটা আরও বিশেষ। শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার পন্টিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলর্বোনে অষ্টম অজি ব্যাটার হিসেবে ২৫তম সেঞ্চুরি করলেন ওয়ার্নার। এ ছাড়া অস্ট্রেলিয়ার অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন তিনি।

১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের কলিন কাউড্রে সর্বপ্রথম এই কীর্তি গড়েন। এরপর একে একে এই তালিকায় নাম লেখান জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান), গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) অ্যালেক্স স্টুয়ার্ট (ইংল্যান্ড), ইনজামাম উল হক (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা), হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা) এবং জো রুট (ইংল্যান্ড)। বিশ্ব ক্রিকেটের দশম ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখালেন ওয়ার্নার।

গত বছর ভারতের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন জো রুট। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের পর এবার এই তালিকায় যোগ হলো ওয়ার্নারের নাম। ডাবল সেঞ্চুরি পর উদযাপন করতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি।

ডেভিড ওয়ার্নার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close